সার্জেন্ট পদে নারী ও পুরুষ নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ
সার্জেন্ট পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই (অবিবাহিত) আবেদনের সুযোগ পাবেন। আবেদন করতে হবে অনলাইনে (http://police.teletalk.com.bd) ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে ২২ ডিসেম্বর ২০২২ রাত ১১.৫৯টার মধ্যে।
আবেদনের যোগ্যতা ও শর্ত : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
এছাড়া মোটরসাইকেল ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীরা বিয়ে করতে পারবেন না।
বয়সসীমা : ২২ ডিসেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২৫ মার্চ ২০২০ তারিখের হিসেবে যাদের বয়স ২৭ বছর অতিক্রান্ত হয়নি, তারাও আবেদনের জন্য বিবেচিত হবেন।
শারীরিক যোগ্যতা : উচ্চতা পুরুষের ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ৫৬ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। বয়স ও উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপ অনুসারে হতে হবে। দৃষ্টি শক্তি ৬/৬ হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১০ম গ্রেডের নীতিমালা মতে ১৬০০০-৩৮৬৪০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। ট্রাফিক ভাতা, বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা ও রেশন সামগ্রী প্রদান করা হবে। এছাড়া, প্রচলিত নিয়ম অনুযায়ী পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়ারও সুযোগ পাবেন নিয়োগপ্রাপ্তরা।
আবেদনের লিংক : http://police.teletalk.com.bd
আবেদন ফি : ৫৫০ টাকা (জমা দিতে হবে টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে)।
নিয়োগ বিজ্ঞপ্তি- https://www.police.gov.bd/en/recruitment_information
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে https://www.police.gov.bd/en/recruitment_information
No comments:
Post a Comment