কারা অধিদপ্তর মহিলা ও পুরুষ কারারক্ষী পদে নিয়োগ দেবে ৩৮৩ জন
২ ধরনের পদে মোট ৩৮৩ জন নিয়োগ দেবে বাংলাদেশ কারা অধিদপ্তর। এর মধ্যে কারারক্ষী পদ ৩৫৪টি আর মহিলা কারারক্ষী পদ ২৯টি। আবেদন করতে হবে অনলাইনে (http://prison.teletalk.com.bd)
আবেদনের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ২০২২।
কোন পদে কত জন :
১।কারারক্ষী - ৩৫৪টি
২। মহিলা কারারক্ষী - ২৯টি
আবেদনের যোগ্যতা : কারারক্ষী ও মহিলা কারারক্ষী উভয় পদেই একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের সনদ থাকতে হবে।
উচ্চতা : পুরুষ ১.৬৭ মিটার, মহিলা ১.৫৭ মিটার।
বুকের মাপ : পুরুষ ৮১.২৮ সেন্টিমিটার, মহিলা ৭৬.৮১ মিটার।
ওজন : পুরুষ ৫২ কেজি, মহিলা ৪৫ কেজি।
বৈবাহিক অবস্থা : অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
প্রার্থীর বয়স : ১ ডিসেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স ১৮ থেকে ২১ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
নিয়োগ বিজ্ঞপ্তি : http://prison.teletalk.com.bd/doc/PRISON.pdf
বিস্তারিত এই লিংকে http://prison.teletalk.com.bd/doc/PRISON.pdf
No comments:
Post a Comment